রমজান আলী,কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়ায় পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার মাহাত্ম্যকে সামনে রেখে একাডেমি বাজার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনির সঞ্চালনায় ও সিনিয়র সহ সভাপতি মন্জু মোরশেদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং ওছমা বিবি জামে মসজিদের সহ সভাপতি গোলাম ছারওয়ার, মসজিদ সেক্রেটারি মফিজ উল্লাহ,আরো উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদীন সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা করা হয় এবং পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মানুষ যদি একত্রিত হয়ে কাজ করে, তাহলে আমাদের সমাজে শান্তি ও সৌন্দর্য বজায় থাকবে।অনুষ্ঠান শেষে ওছমা বিবি জামে মসজিদের খতিব দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।