
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে রহস্যজনকভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।গত শুক্রবার (২১ই মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের বড় চাপড়া বাজার এলাকায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ এমন ককটেল বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ১টি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। কিন্তু এ ঘটনা কেন বা কারা ঘটিয়েছে সেটি জানাতে পারেনি পুলিশ।স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তারাবি নামাজ চলাকালীন সময়ে ঘটনাস্থলে মোটরসাইকেল যোগে আসেন দুর্বৃত্তরা। এরপর তারা ১টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মুহূর্তেই ধোঁয়ায় বাজারের চারপাশ কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে যায়। পরে আশপাশের লোকজন বের হলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে।