এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শাহিন ওরফে খুনি শাহিনসহ তার সহযোগীদের নামে চাঁদবাজি ও ছিতাইয়ের মামলা দায়ের হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মামলার বাদি সমন্বনিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন বলেন, বাঙ্গালী, করতোয়া, ফুলজোড়, হুরাসাগর নদী খনন প্রকল্পের শাকদহ এলাকার ১৮ লাখ ঘনফুট উত্তোলিত মাটি/ বালু বগুড়া পানি উন্নয়ন বোর্ড পাউবো কার্যালয় থেকে গত বছর ১৫ আগষ্ট নিলামে বিক্রয় করা হয়। ধুনট উপজেলার শাকদহ এলাকার ১৮ লাখ ঘনফুট বালু নিলাম ডাকে কিনে নেন বগুড়া শহরের গালাপট্টি এলাকার জাহাঙ্গীর আলম । শরিফুল ইসলাম খোকন জাহাঙ্গীর আলমের নিকট থেকে ১৮ ঘনফুট মাটি ও বালু তিনি ক্রয় করে নেন একই সাথে ঘনফুট মাটি রাখার জন্য স্থানীয় জমির মালিকদের প্রাপ্ত মাটি ও বালু কিনে নেন । শরিফুল ইসলাম খোকন বলেন, শাকদহ পয়েন্টের কিনে নেওয়া মাটি ও বালু ইতিমধ্যে অর্ধেক বিক্রি করা হয়েছে। গত ১৬ই মার্চ ধুনট উপজেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন ওরফে খুনি শাহিনসহ তার সহযোগীদের নিয়ে আমার বালুর পয়েন্টে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় আমার ম্যানেজার কোয়েল সরকারকে মারধর করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এ বিষয়ে গত ২১ই মার্চ রফিকুল ইসলাম শাহিন ও তার ১৩ সহযোগীদের নামে ধুনট থানায় মামলা দায়ের করেন।ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ,কে,এম তৌহিদুল আলম মামুন বলেন, রফিকুল ইসলাম শাহিনের সাথে ধুনট উপজেলা বিএনপির কোন সম্পর্ক নাই। রফিকুল ইসলাম শাহিন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কারনে বিগত ২০০৩ সালে বিএনপির তাহার পথ থেকে বহিস্কার হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, রফিকুল ইসলাম শাহিনের বিরুদ্ধে খুন সহ একাধিক মামলা বিচারাধিন আছে। দল থেকে বহিস্কারের পর তিনি এলাকা ছাড়া হন। গত ৫ আগষ্ট আওয়ামীলীগের পতন হলে তিনি এলাকায় এসে বিএনপির সাবেক এমপির নাম ভেঙ্গে চাঁদাবাজি, বথুয়াবাড়ি বালু পয়েন্ট দখল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে ধুনট থানায় একধিক মামলা হয়েছে। বিএনপির সাবেক এমপির পরিচয় দিয়ে তার অপকর্মের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তার অনৈতিক কর্মকান্ডের কারনে ধুনট উপজেলা বিএনপি নানা প্রশ্নের সম্মখিন হচ্ছে।এ বিষয়ে রফিকুল ইসলাম শাহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে রাজনৈতিক ভাবে হয়রানি করতে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, রফিকুল ইসলাম শাহিনের বিরুদ্ধে গত ৫ আগষ্টের পর ধুনট থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে এবং তাহাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।