
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর থানা পুলিশের জুয়া বিরোধী অভিযানে কদিম হাসড়া গ্রামে জুয়া খেলার সময় ২২ মার্চ শনিবার রাতে আনোয়ার হোসেন(৪৭), খলিলুর রহমান(৫২), আব্দুস সাত্তার (৫০) ও সোলায়মান (৫০) কে আটক করা হয়েছে। এ সময় একটি চাদর, নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে।জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের দড়ি হাসড়া গ্রামের মৃত এলায়েত হোসেনের ছেলে সুঘাট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মৃত ফজর আলীর ছেলে খলিলুর রহমান, সদর হাসড়া গ্রামের মৃত সিদ্দিক আকন্দের ছেলে আব্দুস সাত্তার ও খিদির হাসড়া গ্রামের রহিম বক্সের ছেলে মো. সোলায়মান সীমাবাড়ি ইউনিয়নের কদম হাসড়া গ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে শ্রী বিমল চন্দ্রের বাড়িতে জুয়া খেলছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে সেখান থেকে একটি চাদর, নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।