এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে বিজ এনজিওর আয়োজনে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে অস্বচ্ছল উপকারভোগী ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (২৪ই মার্চ) বেলা ১১ টায় উলিপুর মহিলা মাদ্রাসা অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংস্থার শিক্ষা সামাজিক সুরক্ষা বিভাগের ম্যানেজার আনোয়ার জাহিদের সঞ্চালনায় ও সহকারী পরিচালক শাহী মাছুমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক মতিউর রহমান। উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, সংস্থার জেলা সাব জেনারেল ম্যানেজার মনোয়ার হোসেন, উপজেলা শাখার সিনিয়র ম্যানেজার নজরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার ইদ্রিস আলী প্রমুখ।ঈদুল ফিতরের পূর্বে সংস্থার পক্ষ থেকে এ অনুদান পেয়ে সমাজের অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। এতে তারা সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করেন।