এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় পাবলিক মাঠে ৩১বার তােপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বীর মুক্তিযােদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তােলন, জাতীয় সংগীত পরিবেশন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় পতাকা উত্তােলন করেন,উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।বিকালে উপজেলা মুক্তিযােদ্ধা কমপ্লেক্স হলরুমে বীর মুক্তিযোদ্ধা,শহীদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।