বগুড়া ধুনটে মাদক সেবনের অপরাধে দুই যুবককে ৩, মাসের সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
দন্ডপ্রাপ্ত ২ যুবক হলেন, বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত সন্তোষ শাহার ছেলে লিমন (৪৫), ও বড়াই তলি এলাকার দুলালের ছেলে রতন মিয়া (৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ই এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের হিলিপ্যাড এলাকা থেক টাপেন্টাডল ট্যাবলেট সেবনের জিনিসপত্রসহ হাতেনাতে তাদের আটক করে বগুড়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম ও সঙ্গীয় ফোর্স।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্ত দুই যুবককে মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।