যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান এর নির্দেশক্রমে শার্শা থানার অফিসার ইনচার্জ কে. এম রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গতকাল গভীররাতে ২ জন আসামিকে আটক করে।
আটককৃতরা হলেন,শার্শার বাগুড়ি গ্রামের মৃতু সরোয়ার সরদারের ছেলে মো: মাহমুদ আলী (৫৫),ও যাদবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩৫)।
শার্শা থানার অফিসার ইনচার্জ বলেন, পুলিশ গোপন সংবাদের মাধ্যমে আসামিদেরকে আটক করে যশোর আদালতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য যে, এরা এজাহার ও সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।।