
চট্টগ্রামের রাউজান উপজেলার উনসত্তর পাড়া শীল পাড়ায় অবস্থিত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের স্মৃতিবিজড়িত আশ্রম প্রাঙ্গণে উদযাপিত হলো তাঁর তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত ২০তম বার্ষিকী উৎসব। অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রীশ্রী কৈবল্যতীর্থর উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয় একাধিক আধ্যাত্মিক কর্মসূচি।
দিনব্যাপী আয়োজনে ছিল মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী গীতাপাঠ, জীবন্ত পিতৃ-মাতৃ পূজা, ঠাকুর স্নান, পূজা-অর্চনা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, বস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, ঠাকুর সম্পর্কিত জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, ভোগারতি এবং অন্নপ্রসাদ বিতরণ ও মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতন পাল, সঞ্চালনায় ছিলেন লিটন শীল। উৎসব কমিটির সভাপতি সুলাল শীল, সহ-সভাপতি সুজন শীল, সাধারণ সম্পাদক শ্যামল শীল, সহ-সম্পাদক বিপ্লব শীল, অর্থ সম্পাদক রুটন শীল, সাংগঠনিক সম্পাদক রুবেল দেওয়ানজী, সাংস্কৃতিক সম্পাদক মুন্না শীল, দপ্তর সম্পাদক ইমন শীল এবং প্রচার সম্পাদক জয় শীলসহ অন্যান্যরা সার্বিকভাবে অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া সুব্রত শীল, ঐশি শীল, বিউটি শীল (মুন্না), তিন্নি শীল প্রমুখ। মহানাম সংকীর্তন পরিবেশন করেন সঞ্জয় দাশ, ধনরঞ্জন ঘোষ ও পিযুষ দাশ (অলক)।
অনুষ্ঠানে রাউজানসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসবটি এক মহামিলনমেলায় রূপ নেয়।