বগুড়া ধুনটে কৃষকের প্রায় ১ বিঘা জমির পাকা ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত গ্রামীণ ইটভাটার বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিপূরণ চেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দরিদ্র কৃষক রফিকুল ইসলাম প্রায় ১ বিঘা জমিতে ধান রোপন করেছেন। জমির অদূরেই গ্রামীণ ব্রিকস নামে একটি ইটভাটা রয়েছে। সেই গ্রামীণ ইটভাটা থেকে নির্গত গরম বিষাক্ত গ্যাস ও অতিরিক্ত আগুনের তাপে তার রোপন করা পাকা ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে ওই কৃষকের সারা বছরের খাবার নষ্ট হওয়ায় ক্ষতিপূরন ও ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, আমি অনেক খরচ করে জমিতে ধান রোপণ করেছিলাম। ফলনও বেশ ভালো হয়েছিল।আর কয়দিন পরেই নতুন ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলাম। কিন্তু ইটভাটার আগুনের তাপে পুড়ে আমার সব ধান নষ্ট হয়ে গেছে।
অভিযোগের বিষয়ে ইটভাটার মালিকের সাথে একাধিক ভাবে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, আগামী সপ্তাহে অভিযোগটি গণ শুনানির পর এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।