
বগুড়া ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ১ মে সকাল সাড়ে ৮ টার দিকে জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের চত্বর থেকে জোড়শিমুল চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে র্যালি বের হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাচ্ছু শেখের সঞ্চালয়ে বিশেষ তিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম, বিএনপি নেতা রফিকুল আলম, জহুরুল, মিজান, কুব্বাত, সাহেব আলী, বাদশা, রব্বানী, যুবদলের নেতা আলমগীর হোসেন, আবু সাঈদ, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, লাভলু, ছাত্রদল নেতা মোহাম্মদ বিপ্লব, নূরনবী, রাহেল, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর রহমান, শাহীন আলম, কৃষক দলের নেতা শামীম আক্তার, রাজু, শাহা আলম, সমবায় দলের নেতা সভাপতি নাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল হক, তাঁতীদল নেতা লিয়াকত, দুলাল, শ্রমিক দলের নেতা সোহেল রানা, আনজু, আবুল কালাম, তোফাজ্জল হোসেন, হারুন, শফিকুল, ফরিদ উদ্দিন, সালাম,আঃ কাদের, শহিদুল, শাহিনুর রহমান প্রমূখ।
মহান মে দিবস উপলক্ষে দিনব্যাপী শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সংগঠন র্যালি ও আলোচনা সভা করে।