
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের উপর অভিমান করে আবুল কালাম আজাদ (৭৫) নামের আইনজীবী সহকারী (মহুরী) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শনিবার (৩ই এপ্রিল ) অনুমান সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নে ডোমনপুকুর জায়দার পাড়া গ্ৰামে এ ঘটনাটি ঘটে।
নিহত আবুল কালাম আজাদ একজন সমাজচিন্তক ও সাহিত্যিক ছিলেন। তিনি “বিধবার প্রেম” নামে একটি কাব্যগ্রন্থের লেখক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি দুই মাদকাসক্ত সন্তানের আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে।
আত্মহত্যার বিষটি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, তার দুই সন্তান মাদকাসক্ত ছিলো। সন্তানের মাদকসবনে বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। সন্তানদের ওপর অভিমানে করে এমন ঘটনা ঘটেতে পারে বলে এলাকাবাসী জানিয়েছে। লাশ সুরতহাল রিপোর্টের জন্য শমিজেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার : 























