বগুড়া ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাঙ্গী বাজারে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (৩ই মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
ধুনট ফায়ার সার্ভিসের লিডার হামিদুল ইসলাম জানান, উপজেলার এলাঙ্গী বাজারে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাজারে দক্ষিণ পাশে পরেশ চন্দ্র সাহা ছেলে পলাশ চন্দ্র শাহার বাড়িতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আব্দুল হান্নানের মেশিনের পার্টসের দোকান, মন্টু মিয়ার দোকান, সোহেল রানার কসমেটিক দোকান, রবিনের সিমেন্টের দোকানে, বিক্রমের দোকান, পলাশের দোকান, মাসুদ রানার দোকান ও রাসেল মাহমুদের দোকান সহ দোকানের থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।