
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ৬নং বেতকাপানইউনিয়নে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান করার অভিযোগে তদন্ত অনুষ্ঠিত। ৫ মে সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডলের দিক-নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম বেতকাপা ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তদন্ত কাজ পরিচালনা করেন।
এসময় তদন্তকারী কর্মকর্তা ছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, ইউপি সচিব শাহ আলী, উদ্যোক্তাও ইউপি সদস্যগণ। তদন্ত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা আল-ইয়াসা রহমান তাপাদার জানান, রোহিঙ্গাদের জন্ম সনত দেয়ার অভিযোগে প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করলাম। আমরা কিছু বিষয়ে জেনেছি, আমাদের আরও সময় লাগবে তদন্ত চলমান রয়েছে।
আমরা কম্পিউটার বিশেষজ্ঞদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা জানান, রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান করেছেন ৭/৮টি এটা সত্যি, তবে কে বা কাহারা করেছে তা আমি বলতে পারিনা। পাসওয়ার্ড কিভাবে পেলো সে প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননি।