, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া ধুনটে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার সফল করার লক্ষ্যে ইউনিয়নের প্রস্তুতি মূলক সভা ধুনট পৌর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি মূলক সভা ‎লালমনিরহাটে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন  ১৭ জন ঝিনাইগাতীতে গত একযুগেও গোমড়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ভাগ্যে জুটেনি কোরবানির গোস্ত গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি গাছ কর্তনের অভিযোগে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের ধেয়ে আসছে বন্যা, ডুবে যেতে পারে ৪ জেলা কলমাকান্দায় এক অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা কায়সার কামাল ময়মনসিংহ সদরের চরাঞ্চলের সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশান

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশা

আজ ৭ই মে বুধবার, কলকাতায় তাপমাত্রা এতটাই বেশি, জনবহুল নিউমার্কেট থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন মার্কেট সহ রাস্তাঘাট এবং বাসে যাত্রী শুনশান, চোখে না পড়ার মতো, শুধু তাই নয় ওলা, উবের থেকে শুরু করে অন্যান্য জান বহনকারী গুলিও সারিবদ্ধভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে, গাড়ির চালকেরা গাড়ি রেখে কেউ কেউ মেট্রো স্টেশন, কেউবা ছাতার তলায় দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা গাড়ি গুলি দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার না পেয়ে চালকেরা হতাশ। গাড়ি চালকেরা জানান আজ মালিকের পয়সা কিভাবে দেব সেই চিন্তায় পড়েছি।

অন্যদিকে নিউমার্কেট সহ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা গেলো একই অবস্থা, বিক্রেতারা দোকান পাট খুলে ছাতার তলায় থাকলেও, ক্রেতাদের সংখ্যা হাতে গোনার মতো, এবং বেশ কিছু ক্রেতাকে তাদের ছাতার তলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটু স্বস্তির জন্য।, বিক্রেতাদেরও কপালে হাত, তারা বলেন কয়েকদিন যাবত প্রচন্ড গরম পড়ায় ক্রেতাদের সংখ্যা অনেক কমে গিয়েছে, তার উপর চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা, স্বভাবতই বিক্রি নাই বললেই চলে।

আজ ওই প্রচন্ড গরমে রয়েছে খেলা, সন্ধে সাতটায় শুরু হবে খেলা, প্রচন্ড গরমেও কিছু খেলা প্রেমী, তারা মাঠে যাবেন, এবং চতুর্দিকে প্রশাসনের কড়া নিরাপত্তা থাকায় , স্বভাবতই বিক্রি বাটাতো কমবেই, শুধু রাস্তাঘাট ও বাস নয়, মেট্রোতে প্রচুর পরিমাণে যাত্রী সংখ্যা কমে গিয়েছে এই প্রচন্ড দুপুরের গরমে।

জনপ্রিয়

বগুড়া ধুনটে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশান

প্রকাশের সময় : ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশা

আজ ৭ই মে বুধবার, কলকাতায় তাপমাত্রা এতটাই বেশি, জনবহুল নিউমার্কেট থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন মার্কেট সহ রাস্তাঘাট এবং বাসে যাত্রী শুনশান, চোখে না পড়ার মতো, শুধু তাই নয় ওলা, উবের থেকে শুরু করে অন্যান্য জান বহনকারী গুলিও সারিবদ্ধভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে, গাড়ির চালকেরা গাড়ি রেখে কেউ কেউ মেট্রো স্টেশন, কেউবা ছাতার তলায় দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা গাড়ি গুলি দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার না পেয়ে চালকেরা হতাশ। গাড়ি চালকেরা জানান আজ মালিকের পয়সা কিভাবে দেব সেই চিন্তায় পড়েছি।

অন্যদিকে নিউমার্কেট সহ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা গেলো একই অবস্থা, বিক্রেতারা দোকান পাট খুলে ছাতার তলায় থাকলেও, ক্রেতাদের সংখ্যা হাতে গোনার মতো, এবং বেশ কিছু ক্রেতাকে তাদের ছাতার তলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটু স্বস্তির জন্য।, বিক্রেতাদেরও কপালে হাত, তারা বলেন কয়েকদিন যাবত প্রচন্ড গরম পড়ায় ক্রেতাদের সংখ্যা অনেক কমে গিয়েছে, তার উপর চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা, স্বভাবতই বিক্রি নাই বললেই চলে।

আজ ওই প্রচন্ড গরমে রয়েছে খেলা, সন্ধে সাতটায় শুরু হবে খেলা, প্রচন্ড গরমেও কিছু খেলা প্রেমী, তারা মাঠে যাবেন, এবং চতুর্দিকে প্রশাসনের কড়া নিরাপত্তা থাকায় , স্বভাবতই বিক্রি বাটাতো কমবেই, শুধু রাস্তাঘাট ও বাস নয়, মেট্রোতে প্রচুর পরিমাণে যাত্রী সংখ্যা কমে গিয়েছে এই প্রচন্ড দুপুরের গরমে।