, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশান

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশা

আজ ৭ই মে বুধবার, কলকাতায় তাপমাত্রা এতটাই বেশি, জনবহুল নিউমার্কেট থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন মার্কেট সহ রাস্তাঘাট এবং বাসে যাত্রী শুনশান, চোখে না পড়ার মতো, শুধু তাই নয় ওলা, উবের থেকে শুরু করে অন্যান্য জান বহনকারী গুলিও সারিবদ্ধভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে, গাড়ির চালকেরা গাড়ি রেখে কেউ কেউ মেট্রো স্টেশন, কেউবা ছাতার তলায় দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা গাড়ি গুলি দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার না পেয়ে চালকেরা হতাশ। গাড়ি চালকেরা জানান আজ মালিকের পয়সা কিভাবে দেব সেই চিন্তায় পড়েছি।

অন্যদিকে নিউমার্কেট সহ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা গেলো একই অবস্থা, বিক্রেতারা দোকান পাট খুলে ছাতার তলায় থাকলেও, ক্রেতাদের সংখ্যা হাতে গোনার মতো, এবং বেশ কিছু ক্রেতাকে তাদের ছাতার তলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটু স্বস্তির জন্য।, বিক্রেতাদেরও কপালে হাত, তারা বলেন কয়েকদিন যাবত প্রচন্ড গরম পড়ায় ক্রেতাদের সংখ্যা অনেক কমে গিয়েছে, তার উপর চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা, স্বভাবতই বিক্রি নাই বললেই চলে।

আজ ওই প্রচন্ড গরমে রয়েছে খেলা, সন্ধে সাতটায় শুরু হবে খেলা, প্রচন্ড গরমেও কিছু খেলা প্রেমী, তারা মাঠে যাবেন, এবং চতুর্দিকে প্রশাসনের কড়া নিরাপত্তা থাকায় , স্বভাবতই বিক্রি বাটাতো কমবেই, শুধু রাস্তাঘাট ও বাস নয়, মেট্রোতে প্রচুর পরিমাণে যাত্রী সংখ্যা কমে গিয়েছে এই প্রচন্ড দুপুরের গরমে।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশান

প্রকাশের সময় : ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশা

আজ ৭ই মে বুধবার, কলকাতায় তাপমাত্রা এতটাই বেশি, জনবহুল নিউমার্কেট থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন মার্কেট সহ রাস্তাঘাট এবং বাসে যাত্রী শুনশান, চোখে না পড়ার মতো, শুধু তাই নয় ওলা, উবের থেকে শুরু করে অন্যান্য জান বহনকারী গুলিও সারিবদ্ধভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে, গাড়ির চালকেরা গাড়ি রেখে কেউ কেউ মেট্রো স্টেশন, কেউবা ছাতার তলায় দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা গাড়ি গুলি দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার না পেয়ে চালকেরা হতাশ। গাড়ি চালকেরা জানান আজ মালিকের পয়সা কিভাবে দেব সেই চিন্তায় পড়েছি।

অন্যদিকে নিউমার্কেট সহ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা গেলো একই অবস্থা, বিক্রেতারা দোকান পাট খুলে ছাতার তলায় থাকলেও, ক্রেতাদের সংখ্যা হাতে গোনার মতো, এবং বেশ কিছু ক্রেতাকে তাদের ছাতার তলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটু স্বস্তির জন্য।, বিক্রেতাদেরও কপালে হাত, তারা বলেন কয়েকদিন যাবত প্রচন্ড গরম পড়ায় ক্রেতাদের সংখ্যা অনেক কমে গিয়েছে, তার উপর চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা, স্বভাবতই বিক্রি নাই বললেই চলে।

আজ ওই প্রচন্ড গরমে রয়েছে খেলা, সন্ধে সাতটায় শুরু হবে খেলা, প্রচন্ড গরমেও কিছু খেলা প্রেমী, তারা মাঠে যাবেন, এবং চতুর্দিকে প্রশাসনের কড়া নিরাপত্তা থাকায় , স্বভাবতই বিক্রি বাটাতো কমবেই, শুধু রাস্তাঘাট ও বাস নয়, মেট্রোতে প্রচুর পরিমাণে যাত্রী সংখ্যা কমে গিয়েছে এই প্রচন্ড দুপুরের গরমে।