
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জিংক ধানের চাষ সম্প্রসারণ ও উৎপাদন প্রযুক্তি এবং বাজার জাত করন সহজলভ্য করার লক্ষে শস্য ভেলু চেইন এক্টরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম এর রিঅ্যাক্টস ইন প্রকল্পের আয়োজনে হরিপুর আরডিআরএস অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সাইফুল ইসলাম, হারভেস্ট প্লাস এর প্রজক্ট ম্যানেজার শাহিনুল কবির, রিএক্টস-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ, টেনিক্যাল অফিসার আরডিআরএস) রবিউল আলম। আলোচনা সভায় মানবদেহে জিংকের উপকারিতা অভাব জনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানো উপায় সহ জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন প্রযুক্তি বিষয়ে ও বর্তমানে বাংলাদেশে আমন ও বোরো মৌসুমে ব্রি ধান-৭২ও বিনা ধান-২০ এবং ব্রি ধান-৭৪,৮৪,১০০ও ১০২ ধানের চাষাবাদ হলেও এসব জাতের ধানের আরো চাষাবাদ বৃদ্ধির জন্য হরিপুর উপজেলার চালকল মিল মালিক, কৃষক, বিভিন্ন ধানচাল ও বীজ ব্যবসায়ী সহ ৩০ জন কে নিয়ে আলোচণা সভা অনুষ্ঠিত হয়।