, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া ধুনটে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ কালীগঞ্জ সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদের জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীর ঢল তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার সফল করার লক্ষ্যে ইউনিয়নের প্রস্তুতি মূলক সভা ধুনট পৌর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি মূলক সভা ‎লালমনিরহাটে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন  ১৭ জন ঝিনাইগাতীতে গত একযুগেও গোমড়া গুচ্ছ গ্রামের বাসিন্দাদের ভাগ্যে জুটেনি কোরবানির গোস্ত গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি গাছ কর্তনের অভিযোগে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের ধেয়ে আসছে বন্যা, ডুবে যেতে পারে ৪ জেলা কলমাকান্দায় এক অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা কায়সার কামাল ময়মনসিংহ সদরের চরাঞ্চলের সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী

রোজ সংস্থার উদ্যেগে গ্রামবাসীর মাঝে গাছের চারা বিতরণ ও সবুজায়ন অভিযান

আজ ০৮ মে, ২০২৫ইং কাকিনা (ওয়াবদা বাজার), কালীগঞ্জ, লালমনিরহাট এ রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ) সামাজিক সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সবুজ গ্রাম আমাদের অভিযান, আমার গাছ আমার দায়িত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

বর্ষাকাল গাছ রোপণের সবচেয়ে উপযুক্ত সময় বিবেচনা করে সংস্থাটির পক্ষ থেকে কর্মসূচির আওতায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গাছের চারা রোপণে অংশ নেন।

উত্তর বাংলা কলেজের সহকারী অধ্যাপক মো: জিল্লুর রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সবুজ গ্রাম গড়তে সামাজিক সংগঠন ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। রোজ-এর এই উদ্যোগ অনুকরণীয়।”
কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো: হুমায়ন কবীর বাবু বলেন, “গাছ আমাদের অক্সিজেনের উৎস, প্রাকৃতিক বিপর্যয় রোধে সহায়ক। প্রত্যেকের উচিত নিজের রোপণ করা গাছের দায়িত্ব নেওয়া এবং গ্রামকে সবুজে ভরিয়ে তোলা।” তিনি এলাকাবাসীকে গাছের যত্ন নেওয়ারও আহ্বান জানান।

সংস্থার সভাপতি মো: শফীকুল ইসলাম বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং গ্রামীণ জনগণকে পরিবেশ সচেতন করে তোলা। তিনি আরও বলেন, গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা করে, ছায়া দেয়, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলে। তাই আসুন, আমরা সকলে মিলে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেটার যত্ন নেই।”

সংস্থার সদস্য সচিব বলেন, প্রকৃতি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এখনই সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার। একটি গাছ শুধু ছায়া দেয় না, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীর প্রতিশ্রুতি বহন করে।” তিনি আরও জানান, রোজ প্রতিটি নাগরিককে নিজ নিজ এলাকায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করছে এবং এ উদ্যোগ শুধু বর্ষাকালেই সীমাবদ্ধ থাকবে না, এটি চলমান কর্মসূচি হিসেবে নিয়মিত পরিচালিত হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাছ রোপণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার শপথ নেন এবং আগামীতেও নিয়মিত গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ) এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক গাছের চারা বিতরণ ও পরিবেশ-সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে এবং এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রোজ কর্তৃপক্ষ।
স্থানীয়দের মাঝে কর্মসূচিটি দারুণ সাড়া ফেলে। অনেকেই নিজ উদ্যোগে চারা গ্রহণ করে তা রোপণের অঙ্গীকার করেন। এভাবে একটি পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলছে রোজ-এর “সবুজ গ্রাম অভিযান”।

জনপ্রিয়

বগুড়া ধুনটে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

রোজ সংস্থার উদ্যেগে গ্রামবাসীর মাঝে গাছের চারা বিতরণ ও সবুজায়ন অভিযান

প্রকাশের সময় : ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

আজ ০৮ মে, ২০২৫ইং কাকিনা (ওয়াবদা বাজার), কালীগঞ্জ, লালমনিরহাট এ রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ) সামাজিক সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সবুজ গ্রাম আমাদের অভিযান, আমার গাছ আমার দায়িত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

বর্ষাকাল গাছ রোপণের সবচেয়ে উপযুক্ত সময় বিবেচনা করে সংস্থাটির পক্ষ থেকে কর্মসূচির আওতায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গাছের চারা রোপণে অংশ নেন।

উত্তর বাংলা কলেজের সহকারী অধ্যাপক মো: জিল্লুর রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সবুজ গ্রাম গড়তে সামাজিক সংগঠন ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। রোজ-এর এই উদ্যোগ অনুকরণীয়।”
কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো: হুমায়ন কবীর বাবু বলেন, “গাছ আমাদের অক্সিজেনের উৎস, প্রাকৃতিক বিপর্যয় রোধে সহায়ক। প্রত্যেকের উচিত নিজের রোপণ করা গাছের দায়িত্ব নেওয়া এবং গ্রামকে সবুজে ভরিয়ে তোলা।” তিনি এলাকাবাসীকে গাছের যত্ন নেওয়ারও আহ্বান জানান।

সংস্থার সভাপতি মো: শফীকুল ইসলাম বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং গ্রামীণ জনগণকে পরিবেশ সচেতন করে তোলা। তিনি আরও বলেন, গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা করে, ছায়া দেয়, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলে। তাই আসুন, আমরা সকলে মিলে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেটার যত্ন নেই।”

সংস্থার সদস্য সচিব বলেন, প্রকৃতি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এখনই সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার। একটি গাছ শুধু ছায়া দেয় না, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীর প্রতিশ্রুতি বহন করে।” তিনি আরও জানান, রোজ প্রতিটি নাগরিককে নিজ নিজ এলাকায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করছে এবং এ উদ্যোগ শুধু বর্ষাকালেই সীমাবদ্ধ থাকবে না, এটি চলমান কর্মসূচি হিসেবে নিয়মিত পরিচালিত হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাছ রোপণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার শপথ নেন এবং আগামীতেও নিয়মিত গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ) এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক গাছের চারা বিতরণ ও পরিবেশ-সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে এবং এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রোজ কর্তৃপক্ষ।
স্থানীয়দের মাঝে কর্মসূচিটি দারুণ সাড়া ফেলে। অনেকেই নিজ উদ্যোগে চারা গ্রহণ করে তা রোপণের অঙ্গীকার করেন। এভাবে একটি পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলছে রোজ-এর “সবুজ গ্রাম অভিযান”।