
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পীরহাটি গ্রামের মৃত করম আলী মুন্সির ছেলে শফিকুল ইসলাম (৫৭) এবং মথুরাপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও অলোয়া গ্রামের মৃত ওসমান হাজীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কর্মীসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে সহ আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।