, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিখোঁজ বিজ্ঞপ্তি বগুড়া নন্দীগ্রামে ৭০গ্রাম হেরোইনসহ আটক তিন বগুড়া ধুনটে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ বগুড়া ধুনটে ইছামতি নদী থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার তৃর্ণমুল পর্য়ায়ে মহিলা দলের কার্য়ক্রমকে আরও শক্তিশালী করতে হবে—-রেজাউল করিম বাদশা লালমনিরহাটে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি লালমনিরহাটে ‎একই দিনে, সরকারি দুই প্রতিষ্ঠানে মিলল দুইজনের ঝুলন্ত লাশ ‎লালমনিরহাটের খাতাপাড়া গ্রামের বাসিন্দারা মাদকসেবী ও চোর চক্রের ভয়াল ছোবলে অতিষ্ঠ বগুড়া ধুনটে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে বগুড়ার র‌্যাব-১২

বগুড়ার শিবগঞ্জের রায়নগরে কৃষি ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা

বগুড়ার শিবগঞ্জের রায়নগরে কৃষি ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ই জুন) সরেজমিনে গিয়ে জানা যায়, পার রায়নগর মৌজা ও জেল নং ২৩৪, সিএস নং ১৪৭ এম আর ২৩৯ বর্তমান খতিয়ান নং ৭৭৬ পৈতৃক সূত্রে প্রাপ্ত ২২ শতক দখলকৃত সম্পত্তি জামাতুল্যার পুত্র  তোজাম্মেল হক, ইসমাইলের পুত্র আব্দুর রহিমও আব্দুল হান্নান, মৃত আহম্মেদ আলীর পুত্র বাইজিদ হোসেনের জাইদুল ইসলাম৷ তারা পৈতৃক মূলে উল্লেখ্য সম্পত্তিতে নেপিয়ার, ঘাস, মরিচ ও ধইঞ্চা গাছ চাষাবাদ করেন।

এরই ধারাবাহিকতায়  গত রবিবার ১১ই মে বিকালে একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ছামাদ আলী, ছাদেক আলীর মেয়ে আছিমা বেগম, রুবি বেগম,  মন্টু মিয়া, মুকুল মিয়া,  মন্টুু মিয়া, জহুরুল ইসলাম, সাইদ ইসলাম, লিটন, তারিকুল ইসলাম জমিতে লাগানো নেপিয়ার ঘাস, মরিচ ও ধইঞ্চা গাছ মরণাশক স্প্রে দ্বারা নষ্ট করে জমি দখলের চেষ্টা করেন। এসময় তারা বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া।

এঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

নিখোঁজ বিজ্ঞপ্তি

বগুড়ার শিবগঞ্জের রায়নগরে কৃষি ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা

প্রকাশের সময় : ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বগুড়ার শিবগঞ্জের রায়নগরে কৃষি ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ই জুন) সরেজমিনে গিয়ে জানা যায়, পার রায়নগর মৌজা ও জেল নং ২৩৪, সিএস নং ১৪৭ এম আর ২৩৯ বর্তমান খতিয়ান নং ৭৭৬ পৈতৃক সূত্রে প্রাপ্ত ২২ শতক দখলকৃত সম্পত্তি জামাতুল্যার পুত্র  তোজাম্মেল হক, ইসমাইলের পুত্র আব্দুর রহিমও আব্দুল হান্নান, মৃত আহম্মেদ আলীর পুত্র বাইজিদ হোসেনের জাইদুল ইসলাম৷ তারা পৈতৃক মূলে উল্লেখ্য সম্পত্তিতে নেপিয়ার, ঘাস, মরিচ ও ধইঞ্চা গাছ চাষাবাদ করেন।

এরই ধারাবাহিকতায়  গত রবিবার ১১ই মে বিকালে একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ছামাদ আলী, ছাদেক আলীর মেয়ে আছিমা বেগম, রুবি বেগম,  মন্টু মিয়া, মুকুল মিয়া,  মন্টুু মিয়া, জহুরুল ইসলাম, সাইদ ইসলাম, লিটন, তারিকুল ইসলাম জমিতে লাগানো নেপিয়ার ঘাস, মরিচ ও ধইঞ্চা গাছ মরণাশক স্প্রে দ্বারা নষ্ট করে জমি দখলের চেষ্টা করেন। এসময় তারা বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া।

এঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।