বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত পথ মাঝিড়া ক্যান্টনমেন্টের পাশ দিয়ে বীরগ্রাম পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ সড়কের কার্পেটিং কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
৩ মাস আগে বীরগ্রাম হতে ডুমুনপুকুর বাজার প্রযন্ত কয়েক কিলোমিটার পর্যন্ত আংশিক কাজ সম্পন্ন হলেও এরপর থেকে কোনো অগ্রগতি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় কাজ বন্ধ থাকায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজার হাজার পথচারী ও যানবাহনচালক।
আসন্ন বর্ষা মৌসুমে এই অসম্পূর্ণ রাস্তা কাদায়-জলে চলাচলের অনুপযোগী হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতে পারে।
স্থানীয়দের প্রশ্ন“এই দুর্ভোগ কি দেখার কেউ নেই?” দ্রুত কাজ শুরুর দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।