নিজস্ব প্রতিনিধিঃ
কাজিপুর থানার ইজাহার ভুক্ত আসামি কুমিল্লার জেলার বড়ুরা উপজেলার ডিমরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।কাজিপুর থানার মামলা নং ০৫,তারিখ-১১ মার্চ ২০২৫।নারী শিশু দন্ডবিধি ২০০০(সংশোধনীয়২০২৩),৯(১)।অভিযোগ সুএে জানা যায় আসমা কে বাড়ীতে একা পেয়ে আসামি জোরপূর্বক ধর্ষন করে।গতকাল রাত ১৬.৩০ ঘটিকার সময় র্যাবের কারিগরি সহযোগিতায় কাজিপুর থানার এসআই(নিরস্ত্র),বিপিঃ৭৭৯৬০৩৩৮১৯,নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি,থানা কাজিপুর,জেলা সিরাজগঞ্জ।গত ১১ মার্চ আসমা খাতুন(২২)পিং আসমত আলী,সাং কালিকাপুর,ইউনিয়ন কাজিপুর বাদী হয়ে মামলা করে।আসামি আলমগীর কবির(৪৫)পিং শাহ জামাল,সাং কালিকাপুর,উপজেলা কাজিপুর, জেলা সিরাজগঞ্জ।আসামি কে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করে।