
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে ১৪ মে বুধবার দুপুরে একটি ইট বোঝাই ট্রলির ধাক্কায় কেশব বাবু (১৮ মাস) নামের এক শিশু মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কেশব বাবু তার মা ও নানীর সঙ্গে ভ্যানযোগে মাঠের হাটে ডাক্তার দেখাতে যাচ্ছিল। পথিমধ্যে বেলা আনুমানিক ৩টার দিকে মোস্তফাপুর গ্রামের জনৈক শফি আলমের বাড়ির সামনে পবনাপুর-টু-ডাকঘরগামী পাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে শিশুটি মায়ের কোল থেকে পড়ে যায় এবং ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শিশুর বাড়ি গোবিন্দগঞ্জ থানার নাকাইহাট এলাকায়। সে সুজন চন্দ্র সূত্রধার ও ছন্দা রানী সূত্রধারের একমাত্র সন্তান।
ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পলাশবাড়ী থানা পুলিশ ট্রলিটি জব্দ করেছে এবং চালককে ধরতে অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।” শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#