কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমিনুল ইসলামের বিরুদ্ধে লাঠি নিয়ে চাচাকে মারতে যাওয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৫'ই মে) দুপুরে উপজেলার চকদামপুর এলাকায় জমি নিয়ে চাচার সঙ্গে বিরোধের জেরে চাচাকে লাঠি দিয়ে মারতে যান তিনি।অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি সদস্যের চাচা হারুন অর রশিদ আদালতের আদেশে বাড়ির কাজ শুরু করেন। মেশিনে ইট ভাঙ্গানোর সময় আমিনুল মেম্বারসহ তাঁর ভাই আসাদুল, ভগ্নিপতি হানিফা লাঠি, শাবল দেশীয় অস্ত্র নিয়ে মারতে যান তাকে।ভুক্তভোগী হারুন অর রশিদ জানান, আদালতের আদেশে মত কাজ করতে গেলে আমিনুল মেম্বাররা গংরা আমাকে আমার পরিবারকে মারতে আসেন।ইউপি সদস্য আমিনুল ইসলামের বড় ভাই ঔষধ ব্যবসায়ী আসাদুল ইসলাম বলেন, বাড়ির কাজ বন্ধ করার জন্য আমরা লাঠি হাতে নিয়েছি।এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজ বন্ধ করার জন্য আমি লাঠি হাতে নিয়েছি। আমার সম্পত্তি রক্ষা করতে যা করার দরকার আমি তাই করবো। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে আরো বলেন, আপনারা যা পারেন করেন।