, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নেশার টাকা না শশুর বাড়িতে আগুন ‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎ বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান — প্রভাষক আতাউর রহমান ধুনটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিম বিক্রেতা নিহত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায়

বগুড়ার ধুনটে কৃষকদলের সভাপতি’সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে গ্রাম ছাড়া সংখ্যলঘু পরিবার

বগুড়া ধুনট উপজেলা কৃষকদলের সভাপতি’সহ তার সহযোগীদের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা করায় গ্রাম ছাড়া করা হয়েছে আলো সরকার নামের সংখ্যালঘু সম্প্রাদায়ের এক দম্পত্তিকে।                                       আসামীদের হুমকিতে আলো সরকার নিজ গ্রামের ভিটাবাড়ি ছেড়ে বর্তমানে সিরাজগঞ্জ জেলার একটি গ্রামে তাহার মেয়ের জামাই বাড়িতে আশ্রায় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

আলো সরকার ধুনট সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামের শ্রী সুবাস চন্দ্রের স্ত্রী। আলো সরকার সংবাদ কর্মীদের  জানান, সাংসারিক ব্যায় নির্বাহের জন্য একই গ্রামের রমজান আলীর নিকট জমি বিক্রি করে।  গত (৮ই মে) সন্ধ্যা অনুমান ৭,টার দিকে রমজান আলীর বাড়ি থেকে জমি বিক্রির বায়নার ৪ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে তাহার স্বামী সুবাস চর্ন্দের সঙ্গে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের গোলাম রসুলের ছেলে উপজেলা কৃষকদলের সভাপতি শামীম আহম্মেদ ও তার সহযোগী রুবেল, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক ও মঞ্জিল হোসেন আলোয়া সরকার ও তাহার স্বামীকে পথরোধ করে । এরপর ধারালো অস্ত্রের মুখে তাদেরকে  জিম্মি করে ৪ লাখ ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং হুমকি দিয়ে বলে, এখন দেশে কোন সরকার নাই, কোন আইন কানুন নাই ‘তোরা হিন্দু সম্প্রদায়ের লোক’ তোদের মারলে কিছুই হবে না। এঘটনা কাউকে বললে তোদের বাড়িঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়।                                                                         এঘটনায় আলো সরকার বাদী হয়ে‌ কৃষক দলের সভাপতি শামীম আহম্মেদ’সহ তার ৪ সহযোগীর নামে গত (৯ই মে) ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলা তুলে নিতে কৃষক দল নেতা শামীম আহম্দে ও তার সহযোগীরা আলো সরকারের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক তাহার কাছ থেকে ৪,টি ১০০ টাকা মূল্যের সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়।                                                            এবিষয়ে আলো সরকার থানায় অভিযোগ দেয়। এতে শামীম আহম্মেদ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আলো সরকারকে গ্রাম ছাড়া করেছে। আলো সরকার আরোও জানায় , আসামীরা আমাকে সম্ভ্রম হানী সহ প্রান নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি সিরাজগঞ্জ জেলায় আমার মেয়ের বাড়িতে আশ্রায় নিয়েছি।

মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুনার রশিদ জানান, কৃষকদলের সভাপতি শামীমকে’সহ তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আমি ঘটনার প্রকাশ্যে ও গোপনে তদন্ত করেছি। কৃষক দলের নেতা শামীম আহম্মেদ এলাকায় সন্ত্রাসী হিসাবে পরিচিত। তার  ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায় না।

উপজেলা কৃষক দলের সভাপতি শামীম আহম্মেদ তার বিরুদ্ধে আভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ

বগুড়ার ধুনটে কৃষকদলের সভাপতি’সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে গ্রাম ছাড়া সংখ্যলঘু পরিবার

প্রকাশের সময় : ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বগুড়া ধুনট উপজেলা কৃষকদলের সভাপতি’সহ তার সহযোগীদের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা করায় গ্রাম ছাড়া করা হয়েছে আলো সরকার নামের সংখ্যালঘু সম্প্রাদায়ের এক দম্পত্তিকে।                                       আসামীদের হুমকিতে আলো সরকার নিজ গ্রামের ভিটাবাড়ি ছেড়ে বর্তমানে সিরাজগঞ্জ জেলার একটি গ্রামে তাহার মেয়ের জামাই বাড়িতে আশ্রায় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

আলো সরকার ধুনট সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামের শ্রী সুবাস চন্দ্রের স্ত্রী। আলো সরকার সংবাদ কর্মীদের  জানান, সাংসারিক ব্যায় নির্বাহের জন্য একই গ্রামের রমজান আলীর নিকট জমি বিক্রি করে।  গত (৮ই মে) সন্ধ্যা অনুমান ৭,টার দিকে রমজান আলীর বাড়ি থেকে জমি বিক্রির বায়নার ৪ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে তাহার স্বামী সুবাস চর্ন্দের সঙ্গে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের গোলাম রসুলের ছেলে উপজেলা কৃষকদলের সভাপতি শামীম আহম্মেদ ও তার সহযোগী রুবেল, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক ও মঞ্জিল হোসেন আলোয়া সরকার ও তাহার স্বামীকে পথরোধ করে । এরপর ধারালো অস্ত্রের মুখে তাদেরকে  জিম্মি করে ৪ লাখ ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং হুমকি দিয়ে বলে, এখন দেশে কোন সরকার নাই, কোন আইন কানুন নাই ‘তোরা হিন্দু সম্প্রদায়ের লোক’ তোদের মারলে কিছুই হবে না। এঘটনা কাউকে বললে তোদের বাড়িঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়।                                                                         এঘটনায় আলো সরকার বাদী হয়ে‌ কৃষক দলের সভাপতি শামীম আহম্মেদ’সহ তার ৪ সহযোগীর নামে গত (৯ই মে) ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলা তুলে নিতে কৃষক দল নেতা শামীম আহম্দে ও তার সহযোগীরা আলো সরকারের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক তাহার কাছ থেকে ৪,টি ১০০ টাকা মূল্যের সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়।                                                            এবিষয়ে আলো সরকার থানায় অভিযোগ দেয়। এতে শামীম আহম্মেদ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আলো সরকারকে গ্রাম ছাড়া করেছে। আলো সরকার আরোও জানায় , আসামীরা আমাকে সম্ভ্রম হানী সহ প্রান নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি সিরাজগঞ্জ জেলায় আমার মেয়ের বাড়িতে আশ্রায় নিয়েছি।

মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুনার রশিদ জানান, কৃষকদলের সভাপতি শামীমকে’সহ তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আমি ঘটনার প্রকাশ্যে ও গোপনে তদন্ত করেছি। কৃষক দলের নেতা শামীম আহম্মেদ এলাকায় সন্ত্রাসী হিসাবে পরিচিত। তার  ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায় না।

উপজেলা কৃষক দলের সভাপতি শামীম আহম্মেদ তার বিরুদ্ধে আভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।