বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায় মাঝিড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে
বৃহস্পতিবার (১৫ই মে) দুপুরে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা দেওয়া হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবুল কালাম আজাদ এর সার্বিক ব্যবস্থপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর প্রচার,মিডিয়া ও আইসিটি বিষয়ক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে নেতৃত্ব দিবে। এজন্য তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাকটিভিটিস করতে হবে।
তিনি অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের প্রতি সু-নজর রাখার আহ্বান জানান,সেই সাথে তিনি অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
সহকারী শিক্ষক ইনছান আলীর সঞ্চালনায় অন্যানের মধ্য বক্তব্য রাখেন,অভিভাবক সদস্য শাহ আলম, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম মিঠু,সুধিজনদের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাষ্টার মোজাফফর রহমান,সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আবু তালহা সেলিম,প্রভাষক হেলাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাস,১০ম শ্রেনীর শিক্ষার্থী সামিউল ইসলাম,সমাজ সেবক জাহিদুল ইসলাম
সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মন্ডলী এসময় উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি সহ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠান শেষে, শিক্ষার্থী সহ দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালযের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ আবু ইমরান।