
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধুনট উপজেলা, জালশুকা হাবিবুর রহমান কলেজ ও গোসাইবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১৮ই মে)সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জালশুকা হাবিবুর রহমান কলেজ ও গোসাইবাড়ি ডিগ্রি কলেজে এ কর্মসূচি পালন করে তারা।
জালশুকা হাবিবুর রহমান কলেজ ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে ছাত্রদল নেতা আলম হাসান বলেন, ২৪ এর গনঅভ্যুত্থানের পর থেকেই শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরাই হত্যা, নির্যাতনের শিকার হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ হত্যার শিকার হলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে আমার ভাইয়ের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই সরকার যদি সাম্যর হত্যাকারীদের বিচারের আওতায় না আনে তাহলে জাতীয়তাবাদী ছাত্রদলসহ জাতীয়তাবাদী আদর্শের সব সংগঠন জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারো রাজপথে নামবো।
এসময় ছাত্রদল নেতাকর্মীরা এ্যাকশন, এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, বিভিন্ন স্লোগান দেয়।
এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, রাসেল মাহমুদ, হাসান মাহমুদ অপূর্ব, শহীদুজ্জামান এ্যানি, হাকিমুজ্জামান, রাজু আহমেদ, সোহাগ মাহমুদ, মেহেদী হাসান, সৈকত ইসলাম, সম্রাট, অন্তর শেখ, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, জালশুকা হাবিবুর রহমান কলেজ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ, সৌরভ হাসান, রিফাত হোসেন, আব্দুর রহিম, সোহাগ আহমেদ, সুমন মাহমুদ, গোসাইবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা, নিলয় সাগর, শান্ত, কাওছার মন্ডল, পায়েল হাসান, ইমরান, কবির, ইয়াসিন, নাহিদ, আশিকুর, শরিফুল ও কাওছার সহ শতাধিক নেতাকর্মী।