
ময়মনসিংহ সদর উপজেলা ৪নং-পরানগঞ্জ ইউনিয়নে সানাদিয়া গ্রামের পাকা ও কাচা সড়কগুলোর বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির ৪০দিনের, ইজিপিপি প্রকল্পের সংস্কার কাজ না থাকাই সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও আবার ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
সরকার প্রতিঅর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ এর জন্যে কর্মসূচির আওতায় উপজেলাওয়ারী ইউনিয়ন ভিত্তিক গৃহীত প্রকল্প দিয়ে থাকেন সদরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির ৪০দিনের, ইজিপিপি প্রকল্পের কাজ না থাকাই,গ্রামীণ রাস্তা গুলোর বেহাল দশা,চরম ভোগান্তিতে চরাঞ্চলবাসী।
দীর্ঘদিন ধরে পাকা ও কাচা সড়কের বেশিরভাগ অংশে বড় গর্ত, আবার কোথাও দুপাশ ধসে পড়েছে। দীর্ঘ ২ বছরেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। পুরো ইউনিয়নে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পাকা সড়ক ও কাচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে,।
এতে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চরাঞ্চলের ইউনিয়নে বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কগুলোর অবস্থাও একইরকম। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ সড়ক এখনও মেরামত করা হয়নি। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদেশের রাস্তাঘাটের উন্নতি আমাদের ইউনিয়নের ভাগ্যে উন্নয়ন নেই। এই বর্ষা মৌসুমে রাস্তাগুলো অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বর্ষা মৌসুম শুরুর আগেই সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।