
কৃষি উন্নয়ন,পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে আগামীকাল ২৪ তারিখে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়া ধুনট উপজেলা ২নং কালের পাড়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২৩শে মে) বেলা ১১ টার দিকে উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে বিএনপির অফিসে আগামী ২৪ তারিখে রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কালের পাড়া ইউনিয়নের যুবদলের নেতা আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সমন্বয়ক মোহাম্মদ আলী জন।
কালের পাড়া ইউনিয়ন যুবদলের নেতা শিপন মিয়ার সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, কালের পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন জোরদার, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক ইয়াকুব আলী, উপজেলা যুবদলের নেতা সাইদুজ্জামান নোমান, রফিকুল ইসলাম, বিপুল হাসান, সামিউল ইসলাম ডন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস,এম রানা।
এ সময় উপস্থিত ছিলেন, কালেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রমজান আলী রিত্তিক, ছাত্র দলের নেতা মেহেদী হাসান প্রমুখ।