
কলমে–শিউলি আরোহী
আমি তাকে যচিবো কহ কীভা ঘূর্ণিপাকে
বারংবার হৃদয় আমায় কহিতে থাকে কেনো সাঁজোনা প্রিয় নবপল্লবির সাঁজে?
ব্যাথাতুর মনে হৃদয়ে হানে কতইনা বিড়ম্বনা
তবু তাকে করিনা আমি হিতাহিত বাঞ্চনা
তাহাকে দেখিতে আমি হৃদয়ের সুখ কতই না বিষর্জন দিলাম নিরবদি
তবু প্রেম নাহি পাই বিরহঢোরে পুরে ছাই!
দীপ্তি হয়ে না এসে প্রেয়সী মম হৃদয়ে এলো ঝংকার তুলে প্রহার বেশে
উন্মাদ এ হৃদয় মম সহিতে পারেনা কভু নব বাঞ্চনীয় বারংবার
সহিতে পারেনা হৃদয় মম নিভৃতে যন্ত্রনা
ক্ষমা করো হে প্রেয়সী
ক্লান্ত আমি
নিরবে মম যাতনা
সহিতে আর পারছিনা!