গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. আহসানুল করিম লাছুকে ২৯ মে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত এ্যাড.আহসানুল করিম লাছু পৌর শহরের বাসিন্দা। সে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাসটার্মিনাল এলাকা থেকে আহসানুল করিম লাছুকে জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।