
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষেবগুড়া ধুনট উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১শে মে) রাত অনুমান সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের আড়কাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এলাঙ্গী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জ্বল।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু মুসা, বুলবুল আহমেদ মিঠু, মনিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য মেহবুব মোস্তাক সোহেল রানা, ২নং কালের পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, চিকাশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব আলী।
আরো উপস্থিত ছিলেন, নিমগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, গোপালনগর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক আব্দুল মমিন, গোসাইবাড়ি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক রুহুল আমিন রতন, ভান্ডার বাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলিম, ধুনট সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা, মুথুরাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বুলবুল আহমেদ রঞ্জুসহ উপজেলার ১০ ইউনিয়নের সকল যুবদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।