
বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া ধুনট উপজেলার হাঁসাপোটল, পশ্চিম কান্ত নগর ও রামনগর শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০শে মে) রাত ৮টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাঁসাপোটল (সাতমাথা) শহীদ জিয়া স্মৃতি সংঘের কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শহীদ জিয়া স্মৃতি সংঘের সিনিয়র সহ-সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ আলম মিলুর সঞ্চালনায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ শফিউল ইসলাম শফি ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশ, এলাঙ্গী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, শহীদ জিয়া স্মৃতি সংঘের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সদস্য সাইফুল ইসলাম, কামাল পাশা প্রমূখ।