, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নেশার টাকা না শশুর বাড়িতে আগুন ‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎ বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান — প্রভাষক আতাউর রহমান ধুনটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিম বিক্রেতা নিহত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায়

বগুড়ার শেরপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ

বগুড়ার শেরপুরে  বেসরকারী সংস্থা ব্র্যাক মাইক্রো ফাইনান্স(দাবি প্লাস) এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য ব্র্যাক হাইব্রীড-১০ ধানের বীজ বিতরণ করা হয়েছে।

 

সোমবার (০২ই জুন) বিকাল সাড়ে ৩টায় শেরপুর উপজেলার হামছায়াপুরস্থ এলাকায় ব্র্যাক এর কার্যালয় থেকে এ বীজ বিতরণ করে।

 

বিতরণকালে ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়া, ব্র্যাক মাইক্রো ফাইনান্স(দাবী প্লাস) এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. জহুরুল হাসান, ব্র্যাক সীডস শেরপুর শাখার টেরিটোরি সেলস অফিসার শফিকুল ইসলাম,  ব্র্যাক মাইক্রো ফাইনান্স(দাবী প্লাস) এর এলাকা ব্যাবস্থাপক মো. জাফর ইসলাম,  ব্র্যাক মাইক্রো ফাইনান্স এলাকা ব্যবস্থাপক জে এম রকিব হাসান, ব্র্যাক মাইক্রো ফাইনান্স এর শাখা ব্যবস্থাপক নন্দিনী বিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

শেষে মাইক্রো ফাইনান্স(দাবি প্লাস) এর উদ্যোগে আমন মৌসুমে উপজেলার প্রান্তিক ২’শ জন কৃষকদের মাঝে বিনামূল্য ধানের বীজ বিতরণ করেন।

 

উল্লেখ্য, ব্র্যাক হাইব্রিড-১০ জাত একটি মধ্যম মেয়াদী হাইব্রিড ধান, এ ধানের বীজ বপন থেকে কর্তন পর্যন্ত ১১২-১১৫ দিনে ফসল, কান্ড শক্ত ও সহজে হেলে পড়েনা, জাতটি ব্লাস ও পাতা পোড়া রোগ সহনশীল, কান্ড পুরু ও শক্ত হওয়ায় গাছ ফড়িং পোকার আক্রমন সহনশীল, ধান চিকন, লম্বা ও ঝড়ে পড়েনা, একর প্রতি এ ধানের জাতে ৭০ থেকে ৮০মন ফলন ছাড়াও ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু হয় বলে জানা গেছে।

জনপ্রিয়

কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ

বগুড়ার শেরপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ

প্রকাশের সময় : ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

বগুড়ার শেরপুরে  বেসরকারী সংস্থা ব্র্যাক মাইক্রো ফাইনান্স(দাবি প্লাস) এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য ব্র্যাক হাইব্রীড-১০ ধানের বীজ বিতরণ করা হয়েছে।

 

সোমবার (০২ই জুন) বিকাল সাড়ে ৩টায় শেরপুর উপজেলার হামছায়াপুরস্থ এলাকায় ব্র্যাক এর কার্যালয় থেকে এ বীজ বিতরণ করে।

 

বিতরণকালে ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়া, ব্র্যাক মাইক্রো ফাইনান্স(দাবী প্লাস) এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. জহুরুল হাসান, ব্র্যাক সীডস শেরপুর শাখার টেরিটোরি সেলস অফিসার শফিকুল ইসলাম,  ব্র্যাক মাইক্রো ফাইনান্স(দাবী প্লাস) এর এলাকা ব্যাবস্থাপক মো. জাফর ইসলাম,  ব্র্যাক মাইক্রো ফাইনান্স এলাকা ব্যবস্থাপক জে এম রকিব হাসান, ব্র্যাক মাইক্রো ফাইনান্স এর শাখা ব্যবস্থাপক নন্দিনী বিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

শেষে মাইক্রো ফাইনান্স(দাবি প্লাস) এর উদ্যোগে আমন মৌসুমে উপজেলার প্রান্তিক ২’শ জন কৃষকদের মাঝে বিনামূল্য ধানের বীজ বিতরণ করেন।

 

উল্লেখ্য, ব্র্যাক হাইব্রিড-১০ জাত একটি মধ্যম মেয়াদী হাইব্রিড ধান, এ ধানের বীজ বপন থেকে কর্তন পর্যন্ত ১১২-১১৫ দিনে ফসল, কান্ড শক্ত ও সহজে হেলে পড়েনা, জাতটি ব্লাস ও পাতা পোড়া রোগ সহনশীল, কান্ড পুরু ও শক্ত হওয়ায় গাছ ফড়িং পোকার আক্রমন সহনশীল, ধান চিকন, লম্বা ও ঝড়ে পড়েনা, একর প্রতি এ ধানের জাতে ৭০ থেকে ৮০মন ফলন ছাড়াও ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু হয় বলে জানা গেছে।