
আবু তৈয়ব সুজয়,কাজিপুর প্রতিনিধিঃ
কাজিপুরবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ইসলামি আন্দোলন কাজিপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আবু জাফর সরকার।তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হযরত ইব্রাহিম (আঃ) প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। নিদর্শন স্বরূপ আমরা প্রতিবছর আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানি কৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজের সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।