, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটের কাকিনা ইউপি পরিষদে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের কাকিনা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ্য অসহায় ও দুর্যোগে আক্রান্ত অতিদরিদ্র (৩৬৭০) জন পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

এ কার্যক্রমটি শুরু হয় বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। উপকারভোগী পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে উপস্থিত থাকেন, এবং উজ্জ্বল মুখে সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

এদিকে চাল বিতরণ অনুষ্ঠানে কাকিনা ইউপির ( প্যানেল চেয়ারম্যান) শরফ উদ্দিন শরিফ বলেন, “সরকারের এই সহায়তা যাতে সঠিকভাবে সকল দুস্থ পরিবারের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা একযোগে কাজ করছি। ঈদুল আযহার আনন্দ যেন সবার ঘরে পৌঁছায়—এটাই আমাদের কামনা।”

উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার শেখ মুসফিক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, এবং এতে উপকারভোগীদের মাঝে খুশি ও সন্তুষ্টি প্রকাশিত হয়। অনেকেই জানিয়েছেন, এই সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে।

এদিকে, প্রতি বছর জাতীয় ও ধর্মীয় উৎসবগুলির পূর্বে সরকার দেশে দুস্থ ও দরিদ্র জনগণের জন্য খাদ্য সহায়তা প্রদান করে থাকে, যা দেশের সুবিধাবঞ্চিত জনগণের জীবনে একটি বড় পরিবর্তন আনে।

জনপ্রিয়

লালমনিরহাটের কাকিনা ইউপি পরিষদে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশের সময় : ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের কাকিনা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ্য অসহায় ও দুর্যোগে আক্রান্ত অতিদরিদ্র (৩৬৭০) জন পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

এ কার্যক্রমটি শুরু হয় বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। উপকারভোগী পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে উপস্থিত থাকেন, এবং উজ্জ্বল মুখে সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

এদিকে চাল বিতরণ অনুষ্ঠানে কাকিনা ইউপির ( প্যানেল চেয়ারম্যান) শরফ উদ্দিন শরিফ বলেন, “সরকারের এই সহায়তা যাতে সঠিকভাবে সকল দুস্থ পরিবারের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা একযোগে কাজ করছি। ঈদুল আযহার আনন্দ যেন সবার ঘরে পৌঁছায়—এটাই আমাদের কামনা।”

উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার শেখ মুসফিক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, এবং এতে উপকারভোগীদের মাঝে খুশি ও সন্তুষ্টি প্রকাশিত হয়। অনেকেই জানিয়েছেন, এই সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে।

এদিকে, প্রতি বছর জাতীয় ও ধর্মীয় উৎসবগুলির পূর্বে সরকার দেশে দুস্থ ও দরিদ্র জনগণের জন্য খাদ্য সহায়তা প্রদান করে থাকে, যা দেশের সুবিধাবঞ্চিত জনগণের জীবনে একটি বড় পরিবর্তন আনে।