, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

“রাজার”আকুতি এ সমাজ কি আমাকে ভাল থাকতে,ভাল হতে দিবে না 

  • প্রকাশের সময় : ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ২৮৯ পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

২৫/২৬ বছরের টকবগে যুবক মোঃ রাজা। জন্ম জেনেভা ক্যাম্পের. বি ব্লক মোহাম্মদপুর। পরিবেশ পরিস্থিতির কারণে রাজা বিপদগামি কিছু লোকের মাঝে থেকে তার বেড়ে উঠা। ছোট বেলা থেকেই রাজা তার আশ-পাশের পরিবেশের সাথে তাকে মানিয়ে নিতে খুব কষ্ট হত কিন্তু তার আশ পাশের বড় ভাইদের হুকুম পালন করতে গিয়ে তার মনের অবাধ্যে অনেক অন্যায় কাজ করতে হয়েছে।রাজা ছোটবেলা থেকেই এ সমস্ত কাজ তার মন থেকে মেনে নিতে না পারলেও এলাকার বড় ভাইদের নির্দেশ পালন ছাড়া রাজার কোন উপায় ছিল না।বছর খানেক আগে রাজা তার সহপাঠিদের পরিস্কার ভাবে জানিয়ে দেয় এলাকার বড় ভাইদের অন্যায় আবদার পালন করা সম্ভব না। সে একটা “অটো পার্টস” দোকান খুলে ব্যবসা করবে কিন্তু কোন ভাবেই ঐ চক্র তাকে তাদের নিয়ন্ত্রণ থেকে বেড়িয়ে আসতে দিচ্ছে না বরং রাজার উপরে তাদের নজর-দারি আরও বাড়িয়ে দেয় | রাজা বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের এড়িয়ে চলতে গিয়ে রাজা তার এলাকার বড় ভাই ও বিপদগামি কিছুু বন্ধুদের রোশানলে পরে |বিগত বছরের ১৪ জুলাইয়ে আদাবর থানায় এক মামলায় তাকে আসামি করা হয় | জামিনে মুক্ত হতে পারেনি।সে চলতি বছরের ৯ এপ্রিল “ইমাম অটো পার্টস” নামে ট্রেড লাইসেন্স করে | রাজা যখন পূরোদমে ব্যবসা শুরু করবে মনস্থির করে, তখন থেকে তার জীবনে জীবনে নেমে আসছে এক দূর্বী সহ অবস্থা | এমন কি তাকে উঠিয়ে নিয়ে করা হয় অমানষিক শারীরিক নির্যাতন | বিগত ৯ এপ্রিল ট্রেড লাইসেন্স নেয়ার পর থেকে এ পর্যন্ত তার নামে মিথ্যা, বানোয়াট ও হয়রানি মূলক ৬টি মামলা দায়ের হয়েছ।এর মধ্যে মোহাম্মদপুর থানায় ৪টি, আদাবর থানায় ১টি ও বনানী থানায় ১টি রয়েছে | রাজা বর্তমানে জেল হাজতে রয়েছেন | রাজার আকুতি এ সমাজ কি আমাকে ভাল হতে বা ভাল থাকতে দিবে না !

জনপ্রিয়

পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

“রাজার”আকুতি এ সমাজ কি আমাকে ভাল থাকতে,ভাল হতে দিবে না 

প্রকাশের সময় : ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

২৫/২৬ বছরের টকবগে যুবক মোঃ রাজা। জন্ম জেনেভা ক্যাম্পের. বি ব্লক মোহাম্মদপুর। পরিবেশ পরিস্থিতির কারণে রাজা বিপদগামি কিছু লোকের মাঝে থেকে তার বেড়ে উঠা। ছোট বেলা থেকেই রাজা তার আশ-পাশের পরিবেশের সাথে তাকে মানিয়ে নিতে খুব কষ্ট হত কিন্তু তার আশ পাশের বড় ভাইদের হুকুম পালন করতে গিয়ে তার মনের অবাধ্যে অনেক অন্যায় কাজ করতে হয়েছে।রাজা ছোটবেলা থেকেই এ সমস্ত কাজ তার মন থেকে মেনে নিতে না পারলেও এলাকার বড় ভাইদের নির্দেশ পালন ছাড়া রাজার কোন উপায় ছিল না।বছর খানেক আগে রাজা তার সহপাঠিদের পরিস্কার ভাবে জানিয়ে দেয় এলাকার বড় ভাইদের অন্যায় আবদার পালন করা সম্ভব না। সে একটা “অটো পার্টস” দোকান খুলে ব্যবসা করবে কিন্তু কোন ভাবেই ঐ চক্র তাকে তাদের নিয়ন্ত্রণ থেকে বেড়িয়ে আসতে দিচ্ছে না বরং রাজার উপরে তাদের নজর-দারি আরও বাড়িয়ে দেয় | রাজা বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের এড়িয়ে চলতে গিয়ে রাজা তার এলাকার বড় ভাই ও বিপদগামি কিছুু বন্ধুদের রোশানলে পরে |বিগত বছরের ১৪ জুলাইয়ে আদাবর থানায় এক মামলায় তাকে আসামি করা হয় | জামিনে মুক্ত হতে পারেনি।সে চলতি বছরের ৯ এপ্রিল “ইমাম অটো পার্টস” নামে ট্রেড লাইসেন্স করে | রাজা যখন পূরোদমে ব্যবসা শুরু করবে মনস্থির করে, তখন থেকে তার জীবনে জীবনে নেমে আসছে এক দূর্বী সহ অবস্থা | এমন কি তাকে উঠিয়ে নিয়ে করা হয় অমানষিক শারীরিক নির্যাতন | বিগত ৯ এপ্রিল ট্রেড লাইসেন্স নেয়ার পর থেকে এ পর্যন্ত তার নামে মিথ্যা, বানোয়াট ও হয়রানি মূলক ৬টি মামলা দায়ের হয়েছ।এর মধ্যে মোহাম্মদপুর থানায় ৪টি, আদাবর থানায় ১টি ও বনানী থানায় ১টি রয়েছে | রাজা বর্তমানে জেল হাজতে রয়েছেন | রাজার আকুতি এ সমাজ কি আমাকে ভাল হতে বা ভাল থাকতে দিবে না !