নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বিজিবির খারনই বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকার খারনই ইউনিয়নের খারনই গ্রামে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১১৭৬/৩-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এর মধ্যে রয়েছে এসি ব্ল্যাক এবং আইস ভটকা ব্র্যান্ডের মদ। এগুলো নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় অভিযান আরও জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।