নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ঈদের ছুটিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুজাহিদ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজাহিদ দুর্গাপুর উপজেলার ডাহাপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেনের একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাবার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল মুজাহিদ। দুপুরের দিকে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের মঙ্গলেশ্বরী নদীর দিকে চলে যায় সে। এক পর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় শিশুটি। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মুজাহিদকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা আক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে।