
শেরপুরের ঝিনাইগাতীতে বালু ভর্তি ২টি মাহিন্দ্র গাড়ি জব্দ করেছে থানা পুলিশ। রবিবার (১৫ জুন) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাঁকাকুড়া এলাকা থেকে ওই দুই মাহিন্দ্র আটক করে।
পুলিশ সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক তদন্ত রবিউল আজমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল রাত ১১ টায় পশ্চিম বাঁকাকুড়া এলাকা থেকে পাঁচারকালে বালু ভর্তি ২টি মাহিন্দ্র গাড়ি জব্দ করে। এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে চালকরা গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
জানা যায়, পুলিশ গাড়ি জব্দ করে পরে চরম বিপাকে। ড্রাইভার না থাকায় আটককৃত গাড়ি থানায় আনতে হিমসিম খেতে হয়। যদিও বাঁকাকুড়া এলাকায় ৫০ টিরও বেশি মাহিন্দ্র গাড়ি রয়েছে। এসব মাহিন্দ্র গাড়িগুলো অবৈধ বালু ও পাথর সরবরাহের কাজেই ব্যবহৃত হয়। আর এ কারণে স্থানীয় বালুদস্যুরা গাড়ি আটক কৃত গাড়ি থানায় আনতে স্থানীয় জনপ্রতিনিধিরা পর্যন্ত পুলিশকে সহযোগীতায় এগিয়ে আসেনি বলে অভিযোগ রয়েছে ।
পুলিশ আটককৃত গাড়ি সারারাত পাহাড়া দিয়ে সকালে বিকল্প ব্যবস্থায় থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আমজ বলেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন জনসার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ 
























