, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নেশার টাকা না শশুর বাড়িতে আগুন ‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎ বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান — প্রভাষক আতাউর রহমান ধুনটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিম বিক্রেতা নিহত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায়

বগুড়ার ধুনটে দিনমজুরের সম্পত্তি জোরপূর্বক জবর দখলের চেষ্টার অভিযোগ

বগুড়া ধুনট উপজেলার বিলচাড়ী গ্রামের মাফুজার রহমান (৬০) নামে এক দিনমজুরের ত্রুয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখল ও পায়তারার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ই জুন সকাল অনুমান ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী দিনমজুর মাফুজার রহমান সোমবার (১৬ই জুন) দুপুরে ধুনট থানায় শাজাহান আলীসহ ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিবাদীরা হলেন, বিলচাপড়ী গ্রামের মৃত মমতাজুল রহমান শাহর ছেলে শাজাহান আলী (৬০), শাজাহান আলীর স্ত্রী কোহিনুর খাতুন (৫৫), ছেলে করিম (৩৫), কালাম (৩০),  মৃত মমতাজুর রহমান এর ছেলে মোতাব্বর (৪৮), তার স্ত্রী শিল্পী খাতুন (৪৩)।

 

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা এলাঙ্গী মৌজা, জে,এল, ৩৮, এস এ ২০৭,জিপি ১০১৩,৯১৯ দাগ নং ১০০১/৮১৮ বাড়ী ২২ শতক ১০০৪/৮৩৮  বাড়ী ১৮ শতক সর্বমোট ৪০ শতকের কাতে ১৯ শতক নিজ নামীয় ত্রুয়কৃত সম্পত্তি মাফুজার রহমান বসতবাড়ী নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগদখল করিয়া আসিতেছে। জমি জমা ও পূর্ব শত্রুতার যে ধরে বিবাদী শাজাহান আলী ও তার লোকজন নিয়ে গত ১০ই জুন ২৫ইং তারিখে সকালে পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা নিয়ে দিনমজুর মাফুজার রহমান বসত বাড়িতে অনধিকার পাবে প্রবেশ করে তার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করে তখন মাফুজার রহমান নিষেধ করিলে বিবাদীগণ মাফুজার রহমান ও তাহার ছোট ভাই মামুনুর রশিদ কে মারধর করার জন্য চেষ্টা করে এবং জমি জবর দখল চেষ্টা করে ও বিভিন্ন  ভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, দিনমজুর মাফুজার রহমানের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ

বগুড়ার ধুনটে দিনমজুরের সম্পত্তি জোরপূর্বক জবর দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

বগুড়া ধুনট উপজেলার বিলচাড়ী গ্রামের মাফুজার রহমান (৬০) নামে এক দিনমজুরের ত্রুয়কৃত সম্পত্তি জোরপূর্বক জবর দখল ও পায়তারার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ই জুন সকাল অনুমান ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী দিনমজুর মাফুজার রহমান সোমবার (১৬ই জুন) দুপুরে ধুনট থানায় শাজাহান আলীসহ ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিবাদীরা হলেন, বিলচাপড়ী গ্রামের মৃত মমতাজুল রহমান শাহর ছেলে শাজাহান আলী (৬০), শাজাহান আলীর স্ত্রী কোহিনুর খাতুন (৫৫), ছেলে করিম (৩৫), কালাম (৩০),  মৃত মমতাজুর রহমান এর ছেলে মোতাব্বর (৪৮), তার স্ত্রী শিল্পী খাতুন (৪৩)।

 

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা এলাঙ্গী মৌজা, জে,এল, ৩৮, এস এ ২০৭,জিপি ১০১৩,৯১৯ দাগ নং ১০০১/৮১৮ বাড়ী ২২ শতক ১০০৪/৮৩৮  বাড়ী ১৮ শতক সর্বমোট ৪০ শতকের কাতে ১৯ শতক নিজ নামীয় ত্রুয়কৃত সম্পত্তি মাফুজার রহমান বসতবাড়ী নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগদখল করিয়া আসিতেছে। জমি জমা ও পূর্ব শত্রুতার যে ধরে বিবাদী শাজাহান আলী ও তার লোকজন নিয়ে গত ১০ই জুন ২৫ইং তারিখে সকালে পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা নিয়ে দিনমজুর মাফুজার রহমান বসত বাড়িতে অনধিকার পাবে প্রবেশ করে তার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করে তখন মাফুজার রহমান নিষেধ করিলে বিবাদীগণ মাফুজার রহমান ও তাহার ছোট ভাই মামুনুর রশিদ কে মারধর করার জন্য চেষ্টা করে এবং জমি জবর দখল চেষ্টা করে ও বিভিন্ন  ভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, দিনমজুর মাফুজার রহমানের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।