
বগুড়া ধুনট উপজেলা চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সামিউল ইসলাম নাহিদকে সংবর্ধনা দিয়েছেন চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের নেতা কর্মী।
সোমবার (১৬ই জুন) বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল বাজারে চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ (শাখা)’র ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সামিউল ইসলাম নাহিদকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।
শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়ার সহ-সভাপতি মোঃ মঞ্জু সরকার, যুগ্ম সাধারণ শাহিনুর রহমান, সাঃ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সোহেল রানা প্রচার সম্পাদক অঞ্জু আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের নেতা আবুল কালাম, শহিদুল ইসলাম শেখ, সোহেল রানা, সাইফুল ইসলাম, হাসান আলী সরকার, খয়বার আলী ফকির প্রমুখ।