
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি লিজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী শিপন মন্ডল জানান, তিনি রসুরপুর গ্রামের মৃত আবতাব আলীর ছেলের নিকট থেকে তিন বছরের জন্য এক একর আয়তনের পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছেন। গত ১৩ জুন রাত ১০টা ৩০ মিনিটের দিকে একই গ্রামের সজল, নিতাই, বাবুসহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে রুই, মৃগেল, তেলাপিয়া, দেশীয় প্রজাতির প্রায় ২০-২৫ মন মাছ মারা যায়।
এসময় পুকুর পাহারাদার মো. রফিক ঘটনাটি দেখতে পেয়ে শিপনকে ফোনে অবহিত করলে তিনি প্রতিবেশী মো. রিপন ও মো. নিপনসহ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিপন মন্ডল জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও প্রতিপক্ষরা উল্টো মামলা না করতে হুমকি দিচ্ছে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।