
বগুড়ার শিবগঞ্জে জুলইয়ের বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনে নিহত রনির মা-বোনকে মারপিটের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানার মামলা সূত্রে জানা যায়, জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে আন্দোলনের সময় ঢাকায় রিক্সা চালানোর অবস্থায় গুলিতে নিহত শহীদ রনির মা শাহানাজ বেগম (৪৯) ও বোন শিল্পী (২৮) এর সঙ্গে গত মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ এর বিলের টাকা প্রদান করাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়ির শাজাহান আলীর ছেলে ফরহাদ ও ফারুক এ সঙ্গে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়।
একপর্যায়ে ফরহাদ ও ফারুক সহ কয়েকজন একত্রীত হয়ে হাতে লোহার রড়, বাশের লাঠি, কাঠের বাটামসহ ধারালো ছোরা, হাসুয়া সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া তাদেরকে বেধরকভাবে মারপিট করে আহত করে। আহত রনির মা শাহানাজ বেগম বর্তমানে বগুড়া শজিমেকে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে রনিার মা শাহানাজ বেগম বলেন, বিদ্যুৎ বিল পাবে আমি পরিশোধ করিবো। কিন্তু তারা অন্যায় ভাবে আমাকে ও আমার মেয়েকে মারপিট করে আহত করে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে শহীদ রনির মা ও বোনকে মারপিট করা দু:খজনক। গত রাতেই তাদের পরিবারের সদস্যদের খোজ খবর নেওয়া হয়েছে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, মামলার প্রেক্ষিতে রাতেই অভিযুক্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে রনির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।