
নিজস্ব প্রতিনিধিঃ
অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৪/২৫ অর্থবছরে খরিপ- ২ /২০২৪-২৫ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপাআমন,হাইব্রিড মরিচ,লেবু, নারিকেল, তাল, গ্রীস্মকালীন শাকসবজী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,চারা এবং সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন ও জাতীয় ফল মেলা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চত্বরে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের প্রায় দুই হাজার কৃষাণ কৃষাণীদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ কাজের শুভ উদ্বোধন করা হয়। বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। উদ্বোধনকালে তিনি বলেন,“দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় আজকে এই কর্মসূচি।” অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষণ অফিসার মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, ,উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদত হোসেন,শাহীন আলম, প্রমুখ।অনুষ্ঠানে এবার রোপা আমন – ১৭০০ জন কৃষক কে জনপ্রতি বীজ: ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার১০ কেজি,হাইব্রিড মরিচ- ২৭০ কৃষক কে জনপ্রতি,বীজ : ১০ গ্রাম,ডিএপি সার- ৫ কেজি,এমওপি সার- ৫ কেজি,বালাইনাশক নারিকেল : ২০০ টি,লেবু- ১০০ জন কৃষক কে জনপ্রতি ৫ টি চারা, জৈব সার,শাক সবজি বীজ – ২০০জন কৃষক কে জনপ্রতি , ডিএপি সার – ৫ কেজি,এমওপি সার- ৫ কেজি,তালের – ২০০ টি চারা ও বেড়া এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো ৬ টি মেশিন বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন। এ ছাড়া তিন ব্যাপি জাতীয় ফল মেলা-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে অতিথি বৃন্দ ফলের প্রদর্শনী পরিদর্শন করেন।