বগুড়ার শেরপুরে বাড়ীর তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । চোরের দল বাড়ির দক্ষিণ পাশের প্রাচীর টপকে মেইন গেট লাগিয়ে দেয়। পরে শয়ন কক্ষের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও শোকেজ ভাঙচুর করে নগদ টাকা,১ টি মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে নিয়ে যায় ।
২৩ জুন( সোমবার) সকাল ১১ টা ১ টার মধ্যে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মোমিনপুর এলাকার আব্দুর রশিদের বাড়িতে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ভুক্তভোগী বাড়ির মালিক আব্দুর রশিদ ও থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির মালিক আব্দুর রশিদ একজন কীটনাশক ব্যবসায়ী ।
ঘটনার দিন ব্যবসায়ী আব্দুর রশিদ প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসে তার স্ত্রী সন্তানরা ডাক্তার দেখানোর জন্য বগুড়া চলে যায়। পরে দুপুর ১ টায় বাড়িতে এসে মেইন গেট খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তার শয়ন কক্ষের তালা ভেঙ্গে আলমারি ওয়্যার ড্র ভাঙচুর করে আলমারিতে রক্ষিত পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় ।
প্রয়োজনীয় দলিলপত্রাদী তছনছ করে। এ ব্যাপারে শেরপুর থানার এস আই আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।