, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বগুড়া শাজাহানপুরে হাইকোর্টের আদেশ অমান্য করে বাজার বসে মহাসড়কের উপর

 

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে অবস্থিত আড়িয়া বাজার  হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাজার বসতে দেখা যাচ্ছে বছরের পর বছর। আড়িয়া বাজার  শুধু বগুড়ার শাজাহানপুর নয়, পার্শ্ববর্তী ধুনট থানার বেড়েরবাড়ী সহ মাঝিড়া ক্যান্টনমেন্টে চাকরিজীবি মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাজার ।

 

আড়িয়া বাজারে অসংখ্য পথচারী, সিএনজি, অটোরিকশা, মটরসাইকেল আরোহী, বগুড়া টু ঢাকা বাসের যাত্রী, এবং ট্রাক সহ বিভিন্ন গাড়ীর চালকেরা যাতায়াত করে।আড়িয়া বাজার মহা সড়কের উপর বাজার বসার কারনে ছোট খাটো দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই।

 

এছাড়াও সড়কের উপরে বাজার বসার কারনে এখানে অনেক সময় জ্যাম লেগে যায়। এতে করে সাধারণ মানুষ সহ বিভিন্ন চাকরিজীবি সঠিক সময়ে গন্তব্যে স্হলে পৌঁছাতে পারছে না। বিড়ম্বনায় পড়তে হচ্ছে।এত কিছু ঘটার পরেও আড়িয়া বাজারে  সড়কের উপর বাজার বসছে বছরের পর বছর।

 

এতে করে সড়কে বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রী এবং চালকের অনেক দুর্ঘটনার শিকার হতে হয়। উপজেলার নয়মাইল স্টান্ডে হাট বসে প্রতি সোমবার ও বৃহস্পতিবার।

 

শুক্রবার (২৭ই জুন) সকালে সরেজমিনে আড়িয়া বাজার ঘুরে দেখা যায়,সড়ক দখল করে বসছে বাজার কাচাঁ তরিতরকারীর  দোকান বসে পুরোটাই সড়কের উপর। এতে করে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। দেখা দিচ্ছে তীব্র যানজট।  আড়িয়া বাজার এলাকার  কৃতি সন্তান জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি’র  বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ,ব্যবসায়ী, মামুনুর রশীদ মামুন জানান, মাঝিড়া ক্যান্টনমেন্ট হওয়ার কারণে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি চাকরিজীবি মানুষ বসবাস করে এই এলাকায়।

 

সেনানিবাস এলাকা হওয়াতে আড়িয়া বাজার  স্হান্ডে এমনিতেই লোক সমাগম বেশি হয়।সড়কের উপর বাজার বসার কারনে এখানে আরও বেশি মানুষের সমাগম হচ্ছে। দুর্ঘটনা রোধে আড়িয়া বাজার সড়ক থেকে দুরে অন্য যেকোনো জায়গায় বসানোর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকাবাসী।

 

এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র  সভাপতি এনামুল হক শাহীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,হাট থেকে সরকার রাজস্ব খাতে আয় করছে ,হাট এবং সড়ক উভয়ই সরকারের।

 

সড়কে হাটবাজার না বসাতে হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে। নয়মাইলহাট আগে ছোট ছিলো এখন অনেক বড় হয়ে গেছে। জায়গা সংকীর্ণতার কারণে সড়কের দিকে হাট বসে।

 

আড়িয়া বাজারেও ঔ একই  অবস্হা , তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের নিকট কেউ কোনো অভিযোগ করেছে বলে তার জানা নেই বলে জানিয়েছেন তিনি। সমস্যা হলে  ইউএনও বরাবর জানাতে এবং এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি রয়েছে বলে জানান তিনি ।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

বগুড়া শাজাহানপুরে হাইকোর্টের আদেশ অমান্য করে বাজার বসে মহাসড়কের উপর

প্রকাশের সময় : ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

 

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে অবস্থিত আড়িয়া বাজার  হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাজার বসতে দেখা যাচ্ছে বছরের পর বছর। আড়িয়া বাজার  শুধু বগুড়ার শাজাহানপুর নয়, পার্শ্ববর্তী ধুনট থানার বেড়েরবাড়ী সহ মাঝিড়া ক্যান্টনমেন্টে চাকরিজীবি মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাজার ।

 

আড়িয়া বাজারে অসংখ্য পথচারী, সিএনজি, অটোরিকশা, মটরসাইকেল আরোহী, বগুড়া টু ঢাকা বাসের যাত্রী, এবং ট্রাক সহ বিভিন্ন গাড়ীর চালকেরা যাতায়াত করে।আড়িয়া বাজার মহা সড়কের উপর বাজার বসার কারনে ছোট খাটো দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই।

 

এছাড়াও সড়কের উপরে বাজার বসার কারনে এখানে অনেক সময় জ্যাম লেগে যায়। এতে করে সাধারণ মানুষ সহ বিভিন্ন চাকরিজীবি সঠিক সময়ে গন্তব্যে স্হলে পৌঁছাতে পারছে না। বিড়ম্বনায় পড়তে হচ্ছে।এত কিছু ঘটার পরেও আড়িয়া বাজারে  সড়কের উপর বাজার বসছে বছরের পর বছর।

 

এতে করে সড়কে বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রী এবং চালকের অনেক দুর্ঘটনার শিকার হতে হয়। উপজেলার নয়মাইল স্টান্ডে হাট বসে প্রতি সোমবার ও বৃহস্পতিবার।

 

শুক্রবার (২৭ই জুন) সকালে সরেজমিনে আড়িয়া বাজার ঘুরে দেখা যায়,সড়ক দখল করে বসছে বাজার কাচাঁ তরিতরকারীর  দোকান বসে পুরোটাই সড়কের উপর। এতে করে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। দেখা দিচ্ছে তীব্র যানজট।  আড়িয়া বাজার এলাকার  কৃতি সন্তান জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি’র  বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ,ব্যবসায়ী, মামুনুর রশীদ মামুন জানান, মাঝিড়া ক্যান্টনমেন্ট হওয়ার কারণে উপজেলার মধ্যে সবচেয়ে বেশি চাকরিজীবি মানুষ বসবাস করে এই এলাকায়।

 

সেনানিবাস এলাকা হওয়াতে আড়িয়া বাজার  স্হান্ডে এমনিতেই লোক সমাগম বেশি হয়।সড়কের উপর বাজার বসার কারনে এখানে আরও বেশি মানুষের সমাগম হচ্ছে। দুর্ঘটনা রোধে আড়িয়া বাজার সড়ক থেকে দুরে অন্য যেকোনো জায়গায় বসানোর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকাবাসী।

 

এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র  সভাপতি এনামুল হক শাহীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,হাট থেকে সরকার রাজস্ব খাতে আয় করছে ,হাট এবং সড়ক উভয়ই সরকারের।

 

সড়কে হাটবাজার না বসাতে হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে। নয়মাইলহাট আগে ছোট ছিলো এখন অনেক বড় হয়ে গেছে। জায়গা সংকীর্ণতার কারণে সড়কের দিকে হাট বসে।

 

আড়িয়া বাজারেও ঔ একই  অবস্হা , তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের নিকট কেউ কোনো অভিযোগ করেছে বলে তার জানা নেই বলে জানিয়েছেন তিনি। সমস্যা হলে  ইউএনও বরাবর জানাতে এবং এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি রয়েছে বলে জানান তিনি ।