লালমনিরহাট প্রতিনিধিঃ
বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড ফরিং এর দিঘি এলাকাকায় ৮ অক্টোবর ২০২৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠাতা লাভ করে।হারাটি ইউনিয়নে সংগঠনটি হলেও তাদের সামাজিক কার্যক্রম পুরো জেলায় পালন করে থাকে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২৮ জুন) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের “হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা”-তে পবিত্র কোরআন শরীফ বিতরণ, কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষকদের জন্য সম্মাননা উপহার প্রদানের এক মানবিক কর্মসূচি পালন করে সংগঠনটি ।
সংগঠনটির সদস্য মোছাঃ মিম আক্তার বলেন, বিতরণকৃত কোরআন শরীফগুলো গরিব এবং অসহায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা ইচ্ছা থাকা সত্ত্বেও নিজেরা কোরআন সংগ্রহ করতে পারে না। গরিব এবং অসহায় মানুষদের জন্য বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন সর্বদা এগিয়ে আসবে বলেও আশ্বাস দেন সদস্য মিম আক্তার ।
বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ বলেন, পবিত্র কুরআন শরীফ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো জীবন যাপনের পথ নির্দেশনার গ্রন্থ। আমরা চাই এই পবিত্র গ্রন্থ এমন সকল মানুষের হাতে পৌঁছে যাক, যারা আর্থিক সীমাবদ্ধতায় থেকেও জান্নাতের পথে হাঁটতে চায়। আমাদের সংগঠনের সব কাজই মানবিক চেতনার আলোকে পরিচালিত হয়।
তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে আমরা যে কার্যক্রম পরিচালনা করেছি তার মধ্যে রয়েছে, কোরআন শরীফ বিতরণ, মাদ্রাসায় মেঝে ঢালাই, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অর্থনৈতিকভাবে অক্ষমদের জন্য শিক্ষা সহায়তা, নিয়মিত রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং “দায়িত্ববোধ ও বাংলাদেশ” শীর্ষক কুইজ প্রতিযোগিতা আয়োজন।
আজকের এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি একটি বড় বার্তা দিতে, কোরআন শুধু পড়ার জন্য নয়, তা বোঝা এবং জীবনে বাস্তবায়নের জন্য। ইনশাআল্লাহ্, আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা-এর এক সম্মানিত শিক্ষক বলেন, আমাদের ছাত্রীরা অধিকাংশই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তাদের অনেকেই কোরআন শরীফ কেনার সামর্থ্য রাখে না। আজ বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে তাদের হাতে হাতে কুরআন তুলে দিয়েছে, তা নিঃসন্দেহে একটি মহান ও প্রশংসনীয় কাজ। আমরা এই সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদেরকে আরও বড় পরিসরে মানবিক কাজ করার তাওফিক দেন।
উপস্থিত সবাইকে নিয়ে সংগঠনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে সমাজের শান্তি, শিক্ষার্থীদের সুশিক্ষা ও দেশের কল্যাণ কামনা করা হয়।