
জয়পুরহাটের ক্ষেতলাল বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে নিয়ে বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল গণমিশিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেল ৪ টায় ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার থেকে একটি মিশিল বের হয়ে ক্ষেতলাল থানা বাজার প্রদক্ষিণ করে ক্ষেতলাল হাসপাতালের মোড়ে এসে শেষ হয়।
ক্ষেতলাল উপজেলা বিএনপির নেতা খুরশিদ আলম চৌধুরী (খুশি)সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক জাতি সামনে ঘোষিত রাষ্ট্রে কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়ন করা লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ক্ষেতলাল উপজেলা বিএনপির নেতা নুরুজ্জামান মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির নেতা আনিছুর রহমান তালুকদার, প্রধান অথিতির বক্তব্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন ২০০৮ সালে দেশরত্ন বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন।
আবার যদি দেশরত্ন বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেন, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাব। এছাড়া তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এখন মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে,মানুষের সেবাই আমি কাজ করে যাবে।এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতারা বক্তব্য প্রদান করে।

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি : 
























