বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত নাশকতার মামলায় সাইদুর রহমান (৪৪),নামে এক আইনজীবিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৩০শে জুন) দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত- মোঃ সাইদুর রহমান ধুনট উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং তিনি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের সদস্য এবং বগুড়ায় আইনজীবি পেশায় রয়েছেন বলে জানাগেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী জানান, ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট থানায় একটি মামলা দায়ের হয় (মামলা নং-১৮)। ওই মামলার তদন্তে সন্নিগ্ধ আসামী হিসাবে সাইদুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।