নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামে পানিতে ডুবে মো. মুমিন (২) নামের এক শিশুর মৃ'ত্যু হয়েছে। নিহত শিশু স্থানীয় বাসিন্দা ওমর ফারুক ও জোৎস্না বেগম দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটির মা ঘরের গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এসময় মুমিন বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ করে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
পরে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভা'স'মা'ন অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উ'দ্ধা'র করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন। লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া শিশুটির মৃ-ত্যু-র বিষয়টি নিশ্চিত করেছেন।